একদা এক যুবকের
ছন্দপতন জীবনের শুরু;
প্রিয়াকে নিয়ে স্বপ্ন যাত্রা
শুন্যের দেয়াল ভাঙ্গার পণ।


সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত হয়ে সিঁড়ি কেটে কেটে
বাড়ি নির্মাণ করতে লাগল
প্রিয়া সাথে আছে, একটাই পুঁজি
জীবনকে নিয়েই যুবকের বাজি।


দিন, মাস, বছর ব্যাপি
বাড়ির পাটাতন নির্মাণ হল ;
চারদিকে ঘের দেয়া কাঠের দেয়াল হল;
শোবার ব্যবস্থা হল, খাবার টেবিল হল;
ধীরে ধীরে বছর বছর, বাড়ির নির্মাণ শৈলী আরও সুন্দর হল ।


কখন যে একটি লোভী ইঁদুর
বাসা বাধল; যুবক টেরই পেল না ।
রোজ রোজ  ইঁদুর একটু একটু করে গর্ত করতেই লাগলো;


যুবক আরও পরিশ্রম করতেই থাকলো
প্রিয়া কে নিয়েই যত স্বপ্ন;
বাড়ীটিকে তাজমহলের আদল দেয়ার জন্য
অর্ধাহারে, অনাহারে, আরও সুন্দর করে তুলল বাড়িটি ।


লোভী ইদুর, যুবকের সক্রিয় অনুপস্থিতে
আরও প্রশ্রয় পেল, আশ্রয় পেল
মনের আনন্দে ইঁদুর গর্তকে সুড়ঙ্গ করে তুলল ।


এরই মধ্যে যুবক নিজের বাচ্চাদের জন্য
আরেকটি কামরা তৈরি শুরু করলো;
ইঁদুরের গর্ত বড় করা আর যুবকের বাড়ি নির্মাণ সমান্তরাল চলতেই থাকলো;
একদিন যুবক দেখতে পেল তার প্রিয়া, সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেল;
শুন্যতা পুনঃ পুনঃ...............


ফেব্রুয়ারি ১৭, ২০১৮
কক্সবাজার