বাইশ বছর আগে, যুগল জীবনের শুরু;
শুন্য মানিব্যগ, ছিল খুব তাড়াহুড়ো;
মাত্র ৮০ টাকা ছিল ব্যাগে
টোকাইকে দিয়ে, শুন্য হয়েছিলাম জেদে।


গতানুগতিক কাহিনী, প্রেমিকার বিয়ে
আমি তখনও হোস্টেলে থাকি, রাত হলে গিয়ে;
একটি আবেগ আর একটি জেদ
জীবনের কাছে হারবো না, মনের গতিবেগ।


নিজের পছন্দের বিয়ে, কোর্টে আয়োজন
পরিবারের ইগো, হয়ে গেলাম বিয়োজন;
শুন্য মানিব্যাগ, একটি হাত এবং আস্থার নিঃশ্বাস
একটাই পুজি, ভালবাসার আশ্রয় আর আশ্বাস ;


কষ্টের কষ্টগুলো কাছে থেকে দেখা
দিনের পর দিন, এক টুকরো ব্রেড খেয়ে থাকা;
চারপাশের মানুষকে আবেগের পারদে মাপা
শুধু ভালবাসার তাপে সময়কে অতিক্রম করা।


তিন বছর পর, হোস্টেল ছেড়ে মেসে থাকা
বাবার ৪তলা বাড়ি ফাঁকা পরে থাকা;
৩০০ টাকার অভাব, মেসের মাস ভাড়া
রেলস্টেশনে শুয়ে থাকা, ঘুমের ছিল না তাড়া।


পান্তা ভাতে ঈদ উদযাপন বারবার
যেদিনটি ছিল আনন্দে মাতোয়ারা সবার;
কুকুর বেড়ালের এদিন ছিল না খাদ্যভাব
কেবল আমিই অভাগা, খুব ইচ্ছে ছিল একটু খেতে কাবাব।


২২ বছর পর, শুন্যের আগে অনেক সংখ্যা গুনি
চারপাশে মৌমাছির গুঞ্জন শুনি;
ভালবাসার সুতোর দৈর্ঘ্য প্রস্থ মেপে দেখি
জেদ, আবেগ আর ভালবাসার ওজন একই।


নভেম্বর ২৮, ২০১৭