শুন্য কি কোন সংখ্যা
নাকি শক্ত দেয়ালের শঙ্কা;
কেউবা বলে যাত্রার শুরু
নাকি বৃত্তে ঘোড়পাক পুরু?


শুন্যের ম্যাথম্যাটিকস সোজা
ডান বামের মান ভিন্ন;
যোগ বিয়োগ গুন ভাগ, কিছুই হয় না
কেবল ব্যবহারটা জানলে, ঊপভোগ অনন্য।


জীবনের শূন্যতা?
অন্ধকারে নিপতিত দিনক্ষণ;
আবেগের বশে নিজেকে সমর্পণ
আত্মনিমগ্ন একাকীত্ব, শেষ পণ।


বার্লিনের দেয়াল ভাঙ্গা ছিল
রাজনৈতিক হিসেব;
জীবন শূন্যের দেয়াল ভাঙ্গা
হতেও পারে প্রাণশক্তির নিঃশেষ ।


শূন্যের দেয়াল
আজ আছে কাল নেই;
আবার অনন্তকাল হতে পারে
কাঊকে কাঊকে মেনে নিতে বাধ্য করে।


ফেব্রুয়ারি ১৮, ২০১৮
কক্সবাজার