একাকিত্ব নিজেও জানে না
সে কতটা একা
শুন্যতার অভিমুখে যাত্রা

আস্থা আর মোহ কিছুটা
কেবল বিলম্বিত এক মাত্রা

জানুয়ারী  ১৯, ২০২১
মিরপুর, ঢাকা