গতকাল পর্যন্ত জীবন ছিল পূর্ণতা
আজ বুঝতে পারলাম, পুরোটাই শুন্যতা;
পূর্ণতা এবং শুন্যতার, ব্যবধান কতটুকু
মনের ভাবনাটুকু, নাকি অনুভূতির যন্ত্রণাটুকু?


শুন্যের অবস্থান জীবনে, ধনে, মানে
অর্থ কিংবা আকার ভিন্ন, শুন্য বসালে বামে কিংবা ডানে;
অঙ্কের হিসেবে শুন্যের মূল্য নেই বামে
শুন্যের কষ্ট ভোগ হয় জীবন বেচা দামে ।


শুন্যের অনুভূতি আসলে কেমন
একেক জনের হয়তো একেক রকম;
ভবিষ্যৎ পরিণতি জেনে গেলে যেমন
কেউ বলে, মৃত্যুর ওপার থেকে নিজেকে দেখা, তেমন ।


অস্তিত্বহীন মানুষের উপস্থিতি
আছি কিন্ত নাই এর মধ্যস্থিতি, এবং
পারি আবার পারি না এর পরিস্থিতি
সব মিলেই অনুভূতিতে শুন্যের উপস্থিতি।


ভরশুন্য মহাকাশে গেলে শুন্যতা হয় না
আকাশে ভেসে বেড়ালেও শুন্যতায় পায় না
পরাজয় কিংবা হেরে গেলেও শুন্যতা থাকে না
কাল তুমি ছিলে, আজ নেই, শুন্যতা যায় না।


নভেম্বর ০৭. ২০১৭