হাটতে হাটতে অনেকটা দূর
এগিয়েছি পথের;
দূর দিগন্তে  সুখের মিলন ঘটেছে
পথ আর আকাশের;


আকাশটাকে ছোঁব বলে
মনে মণে পণ করেছি;
পথের শেষটা না বুঝেই
অজানা, অচেনা পথে নেমেছি;


ভাবনা ছিল, পথটা বুঝি খুবই ছোট
নিয়ন্ত্রণেই থাকবে সামনে বাধা যত;
আঁকাবাঁকা আর এতটা পথের বাক
ভেবেছিলাম চলতি পথে একটু ঝুঁকি থাক;


পথের সিলেকশন ভুল
ভুল পথে যাত্রা;
মাঝপথে বুঝি ভুলের যত মাত্রা
গুনে বলছি, ভুল ছিল ঠিক তিনটা;


সামনে এগোবার সুযোগ থেকেও নেই
পেছনে যাবার উপায় তো আর নেই;
মাঝপথে দাড়িয়ে একা, বোবা কান্না
অস্থির জীবন আর চাই না;


আবার যদি শুরু থেকে
শুরু করতে পারতাম
ভুলগুলো সব শুধরে নিতাম
জীবনটা নূতন করে সাজাতাম ।


অক্টোবর ২৭, ২০১৭