পৃথিবীর ছয়শত কোটি মানুষ
ভাবনার নেই একক ইউনিট;
একেকজন স্বতন্ত্র
বিচ্ছিন্নতাবোধেও ইউনিক।


গায়ের জোড়ে বেধে রাখা হয়;
শোষণের অত্যাচার, শাসনের ভয়
কিংবা লোভের মুলো;
কেউ কেউ মিলে মিশে রয়, একই সুরে কথা কয়।


ভালো কিংবা মন্দ
আপেক্ষিক বিষয়, নেই একই ছন্দ;
সৎ কিংবা অসৎ, আপেক্ষিকতার চরম
প্রয়োজন সাপেক্ষে সংজ্ঞা নানা রকম ।


ধার্মিক অধার্মিক, নানা বিশ্লেষণ,
থাকে সামাজিক প্রয়োজন
কিংবা পরকালের সুখের আয়োজন;
আবার পজেটিভ ইমেজের আড়ালে চলে শোষণ ।


সুখ কিংবা দুঃখ, অনুভবের ভিন্ন মাত্রা
কেউ বলে ভোগে সুখ
অন্যরা বলে, ত্যাগেই সুখ;
দুঃখের অস্তিত্ব নেই, সবই নাকি দুঃখবিলাসি।


ধনী এবং গরীব, একমাত্র মাপনী ‘সম্পদ
গাড়ী, বাড়ি, ব্যাংক ব্যালেন্স
এসবই নাকি সম্পদ;
আবার কেউ বলে, জ্ঞানই সম্পদ, বাকি সব আপদ।


হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান
ভাতের অভাবে সন্তান বিক্রি করে কেই হয় পাষাণ;
জঠরের জ্বালা, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি
দারিদ্র্য দূর হয় না, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি ।


অর্ধ নগ্ন কাপড়ে নায়িকা, মোটেই নয় বাড়াবাড়ি
হাততালি, বাহবা আর পুরস্কারের ছড়াছড়ি;
মাথার কাপড় নেই, তবে বেহায়া নারী
জাত গেল জাত গেল, আহাজারি।


প্রেম থাকে মনের গহীনে
কেউ খোঁজে শরীরে;
কবিদের প্রেম থাকে শব্দের ভাঁজে
আর কাব্যের ভারে।


পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
প্রেমের স্বাক্ষর দেখি তাজমহলেই;
কিউ ভাবে প্রেম অমলিন আর স্বার্থহীন
প্রেমের কারনেই ব্যর্থতা বাড়ে দিন দিন ।


ভাবনার ভিন্নতা, মানুষের বইচিত্রিতা
প্রকৃতির অন্যন্যতা;
এসব নিয়েই স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি
শুধু শুধুই মানুষ করে অনাসৃষ্টি ।


ডিসেম্বর ১৬, ২০১৭