দেয়াল মানে, নয় শুধুই আড়াল
স্বচ্ছ কাচের দেয়াল;
স্পর্শ করার ইচ্ছে, কাধে অপেক্ষার জোয়াল
পলকহীন চোখে তাকিয়ে থাকার খেয়াল ।


স্পর্শ না পেলেও কাছাকাছি থাকা
মাত্রাতিরিক্ত আস্থায় রাখা;
মধুর কিছু শ্রবনের অপেক্ষা
নিশ্বাসের পরশ পেতে গিয়ে বোকা।


নেই গোপনীয়তা, খোলাখুলি প্রকাশ
ভুল বোঝাবুঝির নেই অবকাশ;
মনস্তাত্ত্বিক যোগাযোগের বিকাশ
কাছাকাছিই থাকা, নির্লোভ আশ্বাস ।


কিছুই না দেখেও অনেক দেখা
স্পর্শ না করেও মনস্তাত্ত্বিক সুখে থাকা;
সব খুলে দিলেও একটু আড়ালে রাখা
বিপরীত দিকে থেকে মুখোমুখি থাকা।


একটি স্বচ্ছ দেয়াল থাকুক জীবনে
তুমি আমি থাকবো অজানা এক বন্ধনে;
চেনা সুর অচেনা কথোপকথনে
পরকালে তোমার সাথেই, আছি অসীম জীবনের সন্ধানে।


জানুয়ারি ০৯, ২০১৮
কক্সবাজার