জীবনের মানে কি? প্রশ্নটা মনে
বিনিদ্র রাত কাটে, উত্তর নেই কোন জনে ;
সবাই ব্যস্ত সফলতার টানে
একদিন প্রশ্নটা আসবে মনে, সবাই জানে ।


ভাই বোন, সব মিলে ওরা ৭ জন
বড় চাকুরে ৩ জন, বিদেশে ২ জন ;
ব্যবসায়ী অন্যজন, সংসারে ব্যস্ত বাকিজন
ছেলে মেয়ে সবাই সফল, বাবা-মা মানুষ হিসেবে সজ্জন ।


সফল ত সবাই, আসলে সার্থক ক’জন
খুজে সারাক্ষন, যদি অন্তত থাকে একজন ;
সফলতাই মাপকাঠি, সার্থকতা বিসর্জন
গর্বে বুক ফুলে, চারদিকে শুধু অর্জন আর অর্জন ।


৭ জনে  যোগ হোল আরও ৭ জন
সংখ্যাটা বড় হোল, এবার ১৪ জন ;
সফলতার পরিমাপ, অনুপাত হোল একই
সার্থকতা এবারও নাই, থাকলো বাকি।


পরের প্রজন্মে যোগ হোল আরও ১৫ জন
সফলতা চাই, জীবনের একটাই পণ;
এ যাত্রার শেষ নেই, সার্থক হতে চায় না মন
সফলতা নাকি সার্থকতা? কেউ জানে না আসল প্রয়োজন ।


দ্বিধা আর বিভ্রান্তি, তিন প্রজন্ম শেষ
সার্থকতার চূড়া দেখে না, এভাবেই চলছে বেশ ;
পাওয়াটুকু মানে না, সঠিক চাওয়া কি, তাও জানে না
অবিরাম ছুটে চলা, শুধু সফলতায় কেউই সুখি হতে পারে না।


অক্টোবর ১৮. ২০১৭