কামার খানায় তপ্ত আগুনে
লাল হয়ে ওঠে লোহা, এখুনি;
দহনে দহনে, পোড়া মানুষের
চোখের নির্লিপ্তত চাহনি।


ফুটন্ত তেলে ভাজা
জীবন্ত মাছের আত্মসমর্পণ;
স্বেচ্ছায় বিসর্জিত বিবেকের
আয়নায় দর্পণ।


বার বি কিউ তে, ঝলসানো মাংসের
পোড়া স্বাদ;
ক্ষমতায় পোড়ানো জীবনের
অপেক্ষমাণ পরিণতির বিস্বাদ।


ফেব্রুয়ারি ১৮, ২০১৮
কক্সবাজার
[আজকে এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হলাম, সেই প্রেক্ষিতে লেখা কবিতা ]