সমুদ্রে মানুষের জীবনের প্রতিবিম্ব দেখি
ঢেউগুলো যেন একেকটি আঘাত, হুবহু একই;
দূরে তাকিয়ে দেখি দিগন্ত রেখা
মানুষের জীবনে নেই এমন সরলরেখা ।

ধীরে ধীরে ডুবে যেতে দেখি সূর্যের আলো
পরিবেশটা নিমিষেই হয়ে উঠে নিকষ কালো;
জীবনের সূত্রও তেমন, আংশিক মন্দ এবং ভালো
পুরো জীবনের নিস্পাপ অংশ এক থেকে ষোল ।

উত্তাল ঢেউ আর হিংস্র গর্জন
মনে পড়ে,  যৌবনের যত সব অর্জন;
ভাটার নিস্তেজ রূপ আর মৌনতা
শেষের জীবন, নেই উত্তেজনা আর যৌনতা।

সমুদ্রতটে ঢেউগুলো যেমন ধীরলয়ে আছড়ে পরে
জীবনও তেমনি আত্মসমর্পণে মাথা নুইয়ে পড়ে;
আবার মুহরমুহু ঢেউয়ের আস্ফালন
হার না মানা জীবনের অদম্য প্রতিফলন ।

চন্দ্র সূর্যের আকর্ষণ সমুদ্রের প্রবাহমানতা
সুখ দুঃখের সম্মেলনে জীবনের উচ্ছলতা;
সমুদ্রের কাছে দাঁড়িয়ে ভাবনায় নানা কিছু আঁকি
প্রকৃতি থেকেই আমি শিক্ষা নিয়ে থাকি।

ডিসেম্বর  ১৩, ২০১৭
কক্সবাজার