এক বছর সময়ের মুল্য বোঝে
পরীক্ষায় ফেল করা ছাত্রটি;
এক মাসের হিসেব বোঝে
বেতন না পাওয়া কর্মীটি।


এক দিনের হিসেব কষে
প্রিয়াকে হারিয়ে প্রেমিকজন;
এক ঘণ্টার হিসেব জানে
ঘণ্টা হিসেবে কাজের, শ্রমিক মন ।


এক মিনিটের মুল্য বোঝে
ফ্লাইট মিস করা যাত্রী;
এক সেকেন্ডের মুল্য মাপে
হাসপাতালে শুয়ে মৃত্যুপথযাত্রী ।


সেকেন্ডের ভগ্নংশের মানে জানে
দৌড়ে পিছিয়ে পরা দৌড়বিদ;
ভগ্নংশের আরও খবর রাখে
হার্ট আর পালস মাপা যন্ত্রবিদ ।


লক্ষ স্পারম, সময়ের হিসেব রাখে না
কেবল থাকে জয়ের নিশানা;
জয়ী স্পারম, পৃথিবীতে আসে আত্মসুখে
সময়ের পরতে পরতে, সময় কাটায় অমানবিকতার অসুখে।


ফেব্রুয়ারি ২১, ২০১৮
কক্সবাজার