স্বপ্নের হাটে বেচা কেনা চলে দিনভর
ইচ্ছে গুলো কোণঠাসা থাকে মনের ভেতর;
নীতির সাথে আপোষে হারে জনতার তাজ
অনিচ্ছের রাজত্বে বিনির্মাণ হয় নুতন সমাজ ।


নীতির ভিত্তিতে দাঁড়ানো স্বপ্নের গড়ন
ভেঙ্গে চুরমার , প্রয়োজনের ভিন্ন ধরন;
কম দামে বেচা স্বপ্নের বুনন
ভেতরে তোলপাড়, সাজ সাজ নষ্টদের বরন।


অশ্রুর জলে বেচা স্বপ্নের একেকটি ইট
ভেতরে দহন, বাইরে শক্ত নুতন ভীত;
স্বপ্ন ছাড়া অবিরাম চলা, অস্পষ্ট গন্তব্য
কষ্টগুলো গুমরে মরে,  কারোরই নেই কর্তব্য ।


অক্টোবর ২০. ২০১৭