স্মৃতি স্বপ্নের চেয়ে বড়
প্রায় সমাপ্তি;
বাস্তবতায় স্মৃতি ধূসর
নিশ্চিত সমাপ্তি ।


স্বপ্নের তরবারির ভয়ে পথচলা
বাস্তবতার কষাঘাতে আবার পেছন ফেরা ;
স্মৃতির সাথে স্বপ্নের দ্বন্দ্ব বরাবর
সমাপ্তির ধারণা চিরন্তন এবং অনড় ।


স্মৃতির অস্তিত্ব নেই, স্বপ্নেরও নেই
নিশ্চুপ ভাবনার ফসল মাত্র;
বাস্তবতার নিরঙ্কুশ আনাগোনা
নিরুপায় ফিরে আসা, সময়ের অপচয় মানা।


স্বপ্ন, মানুষ কিংবা অমানুষ দুটোরই কারখানা
নুতন সকালের আহ্বান, ছুটতে নেই মানা;
স্মৃতি, শেষ বিকেলের সূর্যাস্তের ডাক
চেনা গল্পের খেলা ঘুরপাক ।


স্বপ্ন এবং স্মৃতি
জীবনের প্রিয় দুটো অনুষঙ্গ;
সর্বত্র বিচরণ, ধনী-গরীব, শহর-গ্রাম, প্রত্যন্ত
প্রত্যেকটি মানুষ কোন না কোন সময় হয় আক্রান্ত ।


মে ০৫, ২০১৮
কক্সবাজার