সৎ অসৎ এর ভাবনাগুলো খুবই গোলমেলে
যে যার মত করে সংজ্ঞায় ফেলে;
নিজেকে সৎ ভেবে গর্বে চলে,
দিনশেষে অঙ্গুল উচিয়ে একে ওকে অসৎ বলে।


ঘুষ দেয়া কিংবা নেয়া দুটো কাজই খারাপ
চুরি করা সেতো  অসততার আরেক ধাপ;
টাকা পয়সা, জমি জমা, অন্য সম্পদ
এগুলোই মাপকাঠি, কে সৎ কিংবা অসৎ।


প্রমোশনের তোষামোদ, চাকরির লবিং
অফিস সময়ে ফেসবুকে চ্যাটিং;
গিফটের বিপরীতে যদি থাকে প্রেসক্রিপশন
এগুলো অসৎ হবে কেন, শুধু শুধুই ভাবেন ।


খাদ্যে ভেজাল দেয়া, ওজনে কম থাকা
ভুলিয়ে ভালিয়ে জমি বিক্রি পাকা;
সুবিধে না বাড়লেও বাড়বে ভাড়া, নোটিশ পাবেন
এগুলো অসৎ হবে কেন, শুধু শুধুই ভাবেন ।


সামনে প্রশংসা করা, পেছনে গীবত
অজুহাতে কেটে পরা, যদি থাকে বিপদ;
আপদে এগিয়ে এসে কেবল স্বার্থটা দেখেন
এগুলো অসৎ হবে কেন, শুধু শুধুই ভাবেন ।


সৎ অসৎ মাপার মাপনী নেই
নিজের কাঠগড়া ছাড়া আর গতি নেই;
চোখের সামনে মানুষ, মাপনি একটাই
কারো দীর্ঘশ্বাস আমার জীবন ও আয়ের মধ্যে নেই।


অক্টোবর ২০. ২০১৭