সুর্য ডুবে যাবার আগে
বিশ্বাস রাখে চাঁদের আলোয়
আলোকিত থাকবে নিরাপদ পৃথিবী
তারকারা নিভু নিভু আলো দেবে শেষ অবধি

একে অপরের বিশ্বাসে
আস্থায়
ভরসায়
পৃথিবী গতিশীল আপন মহিমায়

কেবল বুদ্ধিমান মানুষ
শেখেনি কিছু
সন্দেহ, অবিশ্বাস, হিংসা, ঘৃণাসহ
আগ্রাসন আর ভোগ দখলে্র যা কিছু

অপমানে
অসম্মানে
লজ্জিত প্রকৃতি মাঝে মাঝে ঘুমায়


জানুয়ারী ১১, ২০২১
মিরপুর, ঢাকা