তিনি একজন অদ্ভুত মানুষ
ঝলসানো হৃদয়ে ইতস্তত চলাফেরা
সিগারেট এর ধোঁয়ায়
ঝিম মেরে বসে থাকা
স্বপ্নাহত নিরাশার বলয়ে
শোন দৃষ্টি তার

নদীর বাঁকের মতোই
জীবনের প্রতি বাঁকে কিছু কিছু
দৈর্ঘ্য হারায়
কিছু হারায় শক্তি ও সামর্থ্য
অবশেষে শূন্যতায় পথচলা
থামে না

অশ্রুহীন শুকনো দুটো চোখ
অবয়ব, ভাঙ্গা পাজোর
ক্ষুধার্ত পাকস্থালী
করোটিতে চিন চিন ব্যাথা
হৃদয়ে প্রশ্নের পর প্রশ্ন
উত্তরহীন প্রত্যাশায় দিকভ্রান্ত  ছুটে চলা

প্রেম, ভালোবাসা, জীবন
সফলতা, ব্যর্থতা
আনন্দ,বেদনা,উচ্ছাস, উল্লাস
সবই তার কাছে অর্থহীন
শূন্যতায় ভরপুর
তীর্যক কিছু প্রশ্ন তাকে থামিয়ে দেয়
আবার চলতে বাধ্য করে

তার জিজ্ঞাসা অন্যতর!!!

সেপ্টেম্বর ১৬, ২০২১
মিরপুর, ঢাকা
রাত ১০টা