নীরবতা দিয়ে ঢাকা তোমার দিনগুলি
কেবল আমিই জানি, প্রতীক্ষা কতটা দামী;
অপেক্ষার পাহাড় ডিঙ্গিয়ে একা একাই চলি আমি
মনে মনে কেবল ভাবি, তবুও তুমি ।


দোভাষীর কারাগারে আমার বন্দীদশা
নীরবতার অকাল মৃত্যুই প্রত্যাশা;
চেষ্টার ত্রুটি নেই, জানে অন্তর্যামী
হয়তো ফিরবে না আর, তবুও তুমি।


দৃষ্টির আলিঙ্গনে গোচে না খরা
চুম্বনের লাভায় মন থাকে পোড়া;
সুউচ্চ পাহাড়ের নীচে চাষি আমি
দূরত্ব শেষ হয় না, তবুও তুমি ।


সাময়িক বিচ্ছিন্নতা, প্রয়োজনের তাড়া
উপায়হীন জীবনে, বার বার বেল তলায় যায় ন্যাড়া;
ইশারাগুলো এড়িয়ে গিয়ে বিদ্রুপ শুনি
মনে কোন দ্বন্দ্ব নেই, তবুও তুমি ।


সক্ষমে, সংযমে, সঙ্গমহীন রাত্রিযাপনে
নিরুপদ্রুপ দিনযাপন, মনে মনে;
সমুদ্র বীচে উকি দেয় নানা রঙয়ের বিকিনি
ভাবনায় তোমার কাছেই থাকা, তবুও তুমি।


মার্চ ৩০, ২০১৮
কক্সবাজার