তোষামোদ - কথোপকথন
                          -সরদার আরিফ উদ্দিন


এত পরিশ্রম; এত চেষ্টা, পুরোটাই নিজ গুনে;
স্বপ্নের ঘুরি আকাশে উড়াই, মনে মনে;
ইচ্ছেগুলো তোমাকেই বলি, কানে কানে;
নিজের মত করে পারি না, কিছুই হল না জীবনে ।


তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোষামোদ করতে জান?
শুধু জ্ঞান অর্জন দিয়ে কিছু হয় না, সেটা ত মান?
আমি যা করতে বলি, তা মন দিয়ে একটু শোন;
কখনও কখনও নীতির সাথে আপোষ কর না কেন?


কি বল এসব ! তুমি যা বল, তা আমি পারবো না;
আমি লিখতে পারি, ভাল বলতে পারি, নিজের কাছে হারবো না;
কোথাও কি নীতি চলে না, কেউই কি নীতি মানবে না?
এত সহজে সবকিছু পুড়ে, আমি ছাই উড়িয়ে দিব না ।


তোমার নীতি বাক্য আর একগুঁয়েমি দিয়ে জীবন চলে না;
যারা সফল, তোমার বন্ধুরা, তাদের কাছে কেন শেখ না;
তারা আপোষ করে, মেনে নেয়, সমাজও তাদের সম্মান করে;
তোষামোদ একটি কৌশল, একটি দক্ষতা, আজ না মানলেও মানবে পরে ।


তোমাকে চিনতে পারি না, খুব অপরিচিত মনে হয়; কে তুমি?
ক্যাম্পাসে মিছিলের সামনে থাকতে, আর পাশেই আমি;
সেই লড়াকু মানুষটি, আমার পথপ্রদর্শক; শুধু অর্থ বিত্তের নেশা;
ভেঙে চুড়ে নুতন আমি, তাই ত চাও, এটাই ত তোমার আশা ।


যাই বল, তোমার বন্ধুরা দারুন স্মার্ট; সুবিধাভোগী আর বাস্তবমুখী;
তাদের সাথেই এত বছর, কিছুই শিখলে না, আমিই ভুক্তভোগী;
নিজের ভাবনা আগে ভাব, সময় আছে, একটু কৌশলী হও;
শুধু তোষামোদ কেন; প্রয়োজনে আরও কিছু, দ্বিধা কেন নাও ।


আমি বুঝি না, পারি না, পারবো না, মানি না, মানবো না;
তোষামোদ; চাটুকারিতা, নীতিভঙ্গ, কোনটাই না;
তুমিও ফিরবে কোন একদিন, দিন বদলের সাক্ষী;
তোষামোদ কোন সমাধান না, তুমিই বলবে -আ্মি অপেক্ষায় থাকি।
১২.০৯.২০১৭