অনুভূতিগুলো  ভিন্নতায় মোড়া
কেমন যেন ছাড়া ছাড়া;
কাউকেই বোঝানো যায় না
নিজেরও ঠিকমত বোঝা হয় না।


তুমি চোখ মেলে তাকালে, পৃথিবীর ঘুম ভাঙ্গে
শিহরণ জাগে রক্তের শিরায় সঙ্গে সঙ্গে;
তোমার অস্তিত্ব অনুভবে থাকে আবার থাকে না
সারাক্ষণ রাখতে চাই, হারানোর পর তবেই পাই।


তোমার সাথেই থাকি, একই সাথে ঘুরি
মনে মনে ভিন্ন কিছু খুঁজি;
তোমাতেই সব পাই, আবার হারাই
অন্য কোথাও কিছু নেই, তারপরও খুজে বেড়াই।


তুমি কাছে থাকলে, ভাবলেশহীন
দূরে থাকলে অন্তর খাঁ খাঁ, অরন্য গহীন;
প্রতিদিন দেখা, এক ধরনের অভ্যস্ততা
মাঝে মাঝে কাছে আসা, অস্তিত্বের মোহময়তা।


দ্বিমাত্রিক অনুভব, ত্রিমাত্রিক অনুভূতি
স্রষ্টার সৃষ্টির এক অদ্ভুত কীর্তি;
অনুভূতির ভিন্নতা কোন ব্যাখা নেই
সৃষ্টির রহস্য, সব কিছু হয়তো বুঝতে নেই।


জানুয়ারি ১২, ২০১৮