বৈশ্বিক সমাজ ব্যবস্থায়
অন্য সংস্কৃতি, ভিন্ন সংস্কৃতি;
সংস্কৃতির নেই সঠিক মাপকাঠি
নুতন অভিধা, নিশ্চুপ সংস্কৃতি ।

রাজনৈতিক সংস্কৃতির আগ্রাসন
ক্ষমতা সংস্কৃতির শোষণ;
ধর্মীয় সংস্কৃতির উগ্র শাসন
এসব নিয়েই জনতার নিষ্পেষিত জীবন।

নিশ্চুপ সংস্কৃতির আবির্ভাব
তোষণ সংস্কৃতির প্রাদুর্ভাব;
রুখে দাঁড়ানো সংস্কৃতির মন্দাভাব
মেনে নেয়ার সংস্কৃতি, মধ্যবয়সী স্বভাব।

চলছে এখন ঘুষ সংস্কৃতির অর্থনীতি
রক্ত চোষা বাজেট স্ফীতির সংস্কৃতি;
ডট কম সংস্কৃতির নুতন প্রজন্ম, অধুনা স্বীকৃতি
শিক্ষা ব্যবস্থার ক্রমোন্নতি, গোল্ডেন ফাইব সংস্কৃতি।

সংস্কৃতির ভিন্নতায়, মানুষে মানুষে অন্যতা
অন্যায়ের আড়ালে হারায় ন্যায্যতা;
শেকড় আঁকড়ে থাকা মানুষের মনঃক্ষুণ্ণতা
দিন শেষে কুড়ে কুড়ে খায় বিষণ্ণতা ।

মে ২২, ২০১৮
কক্সবাজার