গতকালকের আমাকে
আজকের আমি হারাতে চাই;
গতকালকের আমাকে পেছনে ফেলে
আজকের আমি এগিয়ে যেতে চাই।


অন্যের সাথে আমার প্রতিযোগিতা চলে না
কারোর সাথেই আমার প্রেক্ষিত মেলে না;
এগিয়ে থাকা মানুষকে আমলে নেয়া যাবে না
দুটো ভিন্ন প্রেক্ষিতের তুলনা হবে না।


আমার সাথেই আমার তুলনা
সময়ের সাথে এগিয়ে যাবার পরিকল্পনা;
অতীতের সাথে বর্তমানের তুলনা
বর্তমানকে ছাপিয়ে ভবিষ্যতের স্বপ্ন বাসনা ।


অন্যের সাথে তুলনা, শান্তি বিনষ্ট
অনেক অর্জন হলেও না পাওয়ার কষ্ট;
দিনে দিনে আত্মবিশ্বাসের পরাজয়, নেই স্বস্তি
কাজে লাগে না নিজের ভেতরের অসীম শক্তি।


শেষ গন্তব্য সফলতা নয়
শুরু এবং শেষের গ্যাপই বিচার্য হয়;
আত্মতৃপ্তি নিজেকেই কুড়াতে হয়
এভাবে তাত্ত্বিক ভিত্তিও সঠিক রয়।


জানুয়ারি ১০, ২০১৭
কক্সবাজার