ভাল না লাগার অনুভূতি খুবই অদ্ভুত
কি ভাল লাগে না, জানি না
কেন ভাল লাগে না, ব্যাখ্যাটা মানি না
কাকে ভাল লাগে না, বলতে পারি না ।


ঘুরতে ভাল লাগে না
কারন, সে সাথে থাকে না;
পড়তে ভাল লাগে না
কারন, কোনই কাজে লাগে না।


ঘুমোতে ভাল লাগে না
কারন, ভাল কোন স্বপ্ন দেখি না;
জেগে থাকতে ভাল লাগে না
কারন, অসভ্য দেশটাকে দেখতে চাই না ।


কথা বলতে ভাল লাগে না
কারন, কেউ মনোযোগ দিয়ে শোনে না;
কথা শুনতেও ভাল লাগে না
কারন, কেউ সত্যি কথা বলে না ।


কাজ করতে ভাল লাগে না
কাজের ফল কারোরই উপকারে লাগে না;
অলস থাকতেও ভাল লাগে না
জীবনটা স্বল্প সময়ের, নষ্ট করতে ইচ্ছে করে না ।


বেঁচে থাকতে ভাল লাগে না
কারন, কোন মানে খুজে পাই না;
মরে যেতেও ইচ্ছে করে না
কারন, দ্বিতীয়বার জন্ম হবে না ।


অদ্ভুত এই অনুভুতিতে থাকতে পারি না
আবার অনুভূতি শুন্য হতে পারি না;
এতগুলো ‘না’ এর জবাবও জানি না
আমি আমাকে নিয়ে আ’র পারি না ।


ডিসেম্বর ২২, ২০১৭
কক্সবাজার