আমি ভেতরটা দেখতে চাই
গভীরতা মাপতে চাই;
তোমার ভেতরটা
মানুষের ভেতরটা
রাষ্ট্রের ভেতরটা, দেখতে চাই।

সারাদিন এখানে ওখানে ঘুরি
চাকরি করি, আড্ডা দেই
সংসারে ফিরে আসি
নিজেকে খুঁজি, তোমাকে খুঁজি;
মানুষকে খুঁজি, পাই না, কষ্ট পাই, কষ্টে ঘুমিয়ে পরি।

আবার চেষ্টা করি, পারি না
দিন, মাস, বছর শেষ হয়;
সমুদ্রের কাছে যাই, পাহাড়ের কাছে বিচার চাই
মানুষের কাছে ভিক্ষে চাই,
উপদেশ দেয়, ভেতরটা দেখতে নাই।

অবশেষে নিজের ভেতরটাই দেখতে চেষ্টা করি
আমি নিজেকে মানুষ দাবি করি;
আমাকে পেলেই তোমাকে পাব
কুল কিনারা হবে, সস্তি পাব
আমার ভেতরেই মানুষের চরিত্র পাব, মানুষের মধ্যে রাষ্ট্র।

আজও নিজেকে পাইনি
পাব কিনা জানি না;
লালন পেয়েছিল? আব্দুল করিম পেয়েছিল?
গৌতম, মোহাম্মদ কিংবা কোন ঋষি
জানি না!!!

মার্চ ০৮, ২০১৮
কক্সবাজার