আগ্রাসন চলে
বীর দর্পে, যখন তখন, তোয়াক্কা না করে;
মানবতা ধীরে ধীরে
খুঁড়িয়ে খুঁড়িয়ে, ভিখেরি আবেদন রেখে ।


মানবতার বিজ্ঞাপন লাগে নয়তো থমকে থাকে
স্বীকৃতির অপেক্ষা, মোড়লদের নখে;
প্রচারে প্রসার বাণিজ্যের মোড়কে
হম্বি তম্বি কাগজে কলমে, অসহায়ত্বের ফোঁকরে ।


মানবতা আমদানি যোগ্য পন্য
প্রাচ্যে উৎপাদন হয় না, পাশ্চাত্য অনন্য;
রাজনৈতিক কৌশলে মানবতার অপমান
আবার আগ্রাসনের পেছনে হেসে উঠে মানবতার উত্থান।


পাশ্চাত্যের বীর্যে মানবতার জন্ম, প্রাচ্যে গর্ভধারণ
বিদেশী জ্ঞানে এদেশে লালন পালন;
মুঠো মুঠো মানবতার অর্থ বিতরণ
কিয়দংশ রেখে বাকীটা ফিরিয়ে নিতে অকৃপণ।


মানবতার নুতন কলোনি রোহিঙ্গা ক্যাম্প
পোষ্ট মরডানিজমের আবিষ্কৃত আধুনিক ল্যাম্প;
ল্যাম্পের আলোয় হেটে চলে, মানবিক বিশেষজ্ঞ ‘অগাস্টিন ফিলিতা’,
গেটের বাইরে হাত পেতে থাকে ভিখেরি মানবতা


মে ১১, ২০১৮
কক্সবাজার