মসজিদে তিনটি আসন
বরাদ্দ থাকে;
এমপি সভাপতি এবং ইমাম,বাকীরা সবাই সমান
বৈষম্যহীন ধর্মীয় রীতির জয়গান ।

অফিসে একটি লিফট
বরাদ্দ থাকে;
ভিআইপি যাবেন, তিনি জনকল্যাণে কাজ করবেন
আম জনতা সবাই সমান, তিনি ভাষণ দিবেন ।

কবরস্থানে কিছু জায়গা
বরাদ্দ থাকে;
ভিআইপি মর্যাদায় কেউ সেখানে শুয়ে থাকেন
মৃত্যু পরবর্তী বৈষম্যের চিনহ চিরস্থায়ী রাখেন ।

প্রতিদিন রাস্তায় চলাচলে
কিছু সময় বরাদ্দ থাকে;
গন্যমান্য, মহামান্যগন সেই সময় যাবেন
আম জনতা, কুকুর আর পিঁপড়ে দুপাশে দাড়িয়ে পুলকিত হবেন ।

শ্রেণী সংগ্রাম আর বৈষম্যহীন সমাজের কথা বলা হোল
বাচ্চাটির মনে দৃশ্যপট আঁকা ছিল;
আমি ভিআইপি হতে চাই
এইম ইন লাইফ, রচনায় লিখেছিল।


জুলাই ০৮ ২০১৮
মধ্যবাসাবো, ঢাকা