আর কত কাল
কাঁদতে হবে করতে হবে ভিক্ষা,
এই দেশের রাজনীতিকে জানায় চরম দীক্ষা।


স্বাধীনতা এনেছি কি ভিক্ষা করার
জন্যে?
মানুষের প্রাণ কি আজ নালা নর্দমার পণ্যে?


রক্ত আর ঝরবে কত ক্ষমতা লোভের জন্য,
মানুষের প্রাণ কি আজ খোলা বাজারের পণ্য।


পক্ষীকুলের মত হচ্ছে রাস্তার
ধারে খুন,
সকাল বেলায় বের হয়ে সন্ধ্যায়
হচ্ছে ঘুম।


হচ্ছে বিয়ে এ্যম্বুলেন্সে,
দেশদ্রোহীর নাচ্ চে আজ লাশের মঞ্চে।


ক্ষুদার জ্বালায় মরছে মানুষ রাস্তার
ধারে,
যুদ্ধকরে স্বাধীনতা দিয়েছিল কারে।


পুড়ে মরা ভিক্ষা করা ঘুম
হওয়াকে বলে স্বাধীনতা,
দেখতে আজ স্বাদ
জেগেছে বলে কাকে পরাধীনতা।