ফেলে এসেছি তোমায় বহুদূরে
      হে সুন্দর অতীত ..... !!
জাগে আমার ভাবের দেশে তোমার অভাব
লাগে স্মৃতির গায়ে  শূণ্যতার দাগ ....
বুঝি কতোখানি সময় গেলো ব্যাতীত .... !!


আজ জীবনের মধ্যাহ্ন বেলায়
অপরাহ্নকে যেন খুব কাছে দেখতে পাই
যেন আমার সরল সজীব প্রভাত আছে
স্মৃতির পটে লুকায়ে .....
আমি নিয়ত তারে অনুভবে হারাই ..... !!


আমার যতো কল্পনার গায়ে লেপ্টে আছে
যত ঘটনা... আর জীবন্ত গল্পের সমাহার
তারা আমার মনেরগায়ে
আচর কাটে খুব জোর !!
যেন বিদ্রুপ করে ... হাসতে হাসতে বলে...
আমরা এখন তোমার অতীত স্মৃতির বাহার
আমাদের পুনরায় ফিরিয়ে আনার
বল আছে কাহার ..... ??


আমি নীরব হয়ে রই ..... বিদ্রুপ শুনে
আমি জেগে উঠি বাস্তবের আঘাতে
আবারও জীবন বাঁচতে থাকি ঘাত প্রতিঘাতে !
জীবন আমায় শিখিয়ে দেয় .... দিনে রাতে
জীবনের সন্ধ্যাবেলা বুঝি খুব দূরে নয়
জীবন নামের হাটে ....
সকাল দুপুর অপরাহ্ন ঘুচে গিয়ে...
সন্ধ্যাবেলাটি রয়ে যাবে চিরতরে আমার সাথে .... !!--- অদিতি দেব চৌধুরী