নিয়তির নিয়মাবদ্ধ জীবনে ...
তার্কিক  মনের যুক্তিতর্কে হঠাৎ হঠাৎ থমকে যাই ... !
প্রশ্নচিহ্ন গুলি আঁচর  কাটে মনে ...
বিধাতার বানানো নিয়ম নীতির উপর বিতৃষ্ণা  আসে !!
প্রশ্নের ঢেউ গুলো সমুদ্রে  আসা  জোয়ারের মতো আছরে পড়তে থাকে ...
তবু নীরবেই তা সয়ে যাই ...
    
## এ কোন সময়ের  ফেরে বাঁধা আমি ?
   এ কেমন নিয়তির খেলনা আমি ?


এ কিরুপ  বিধাতার নীতি ?
আমার  মাঝে তুমিই যদি আছো হে বিধাতা
তোমারি এক রুপ যদি আমি হই হে দাতা
তবে কেন এমনি ছেলেখেলা তোমার
আপনি  সদা করছো প্রভু ...
আপন ক্ষতি !!
এ কিরুপ  বিধাতার নীতি ?


দুঃখ যদি আমায় দিলে
আমার সত্ত্বায় গুপ্ত তুমি
সে দুখ নিলে ...
কষ্ট যদি দিলেই  ঠেলে
পাহার সমান ভার খানিও তুমিই নিলে ...||


কে জানে কি সুখ পেলে
অনন্তকাল এ খেলা তুমি
খেলেই গেলে ... !
অন্তরের গভীরে মন্থন করে খুঁজি...
ধৈর্য্যের পরীক্ষা নেয়ার মাঝেই বুঝি
বিধাতার বেজায় রুচি ||অদিতি দেব চৌধুরী