হৈচৈ আর ঢাকের তালে চারটে দিন পেরিয়ে গেল,
নবমীর রাত পেরোতেই বিজয়া দশমী চলে এলো।
উমা মায়ের এবার কৈলাসে ফেরার সময় হলো-
মনে বিষাদের মেঘ জন্মায়, বিসর্জনের ওই বাজনায়।
তবু সবাই দুঃখ ভুলে আনন্দে মাতে সিঁদুর খেলায়-
যাবার বেলায় তোমার কাছে একটাই নিবেদন রইলো-
অন্ধজনে দিও আলো, জগতের সবাই কে রেখো ভালো।
হে মা বিশ্বজননী! ভরিয়ে দিও সবার ভোজনের থালাখানি।
মাগো এবার তোমায় জানাতে হবে বিদায়,
কর্ণাটকের ওই ইট পাথরে ঘেরা শহর আমায় ডাক পাঠায়-
একটা বছর থাকতে হবে তোমার প্রতীক্ষায়।