কাশ্মীর বা সিয়াচেনে মৃত্যু ফাঁদের বর্ডারে-
দাড়িয়ে রোয়েছি আমরা দিনে অথবা গভীর রাতে,
দেড়শো কোটির দেশ রক্ষার দায়িত্ব যে আমাদেরই হাতে!
শহীদ হলে শহীদ হবো হাসতে হাসতে প্রাণ দেবো;
তবুও সবার উপরে গেরুয়া সাদা সবুজ উড়াবো-
হোক না তুফান হোক না ঝড় পড়ুক তুষার,
প্রয়োজনে জীবনের বিনিময়ে রক্ষা করবো এই দায়ভার ৷
শত্রুর সামনে যেন কখনো না মানি হার,
আমারও তো আছে আত্মীয় বন্ধু পরিবার!
প্রতি মুহূর্তে তাদেরই কথা মনে পড়ছে বার বার;
তারাও হয়তো আমারই কথা ভাবছে একশবার!
হয়তো অনেক বিনিদ্র রাত কাটছে আমার প্রিয়ার!
তবে এখন সমগ্ৰ ভারতই আমার সংসার ৷
আমি নই কোনো মুসলিমের বা কোনো হিন্দুর-
এখন আমি সন্তান শুধু আমার ভারত মায়ের,
মরুভুমি হোক বা গভীর সাগর অথবা সুউচ্চ পাহাড়!
শত্রু তোদের বারে বারে মানতেই হবে হার ৷
বিস্ফোরণ আর কাষ্মীরে অশান্তির মতলব যত,
আনতে পারবে না তেরঙ্গার উপর কেও একফোঁটাও ক্ষত!
কাশ্মীর আর ভারতের প্রতি ঘরে আছে যত ভাইবোন,
সকলে মিলে একসাথে করবই শত্রু নিধন ৷
জেনে রাখ পাথ্থরবাজ তালিবানি আর নকশালী,
চিরতরে তোদের ধবংস করে দেবে ইন্ডিয়ান আর্মি ৷৷