জীবনের ছন্দ আর সময়ের সাথে পাল্লা দিতে দিতে,
কোথায় যেন নিরুদ্দেশ এ হারিয়ে ফেলেছি নিজেকে-
সেই স্মৃতিতে ঘেরা অতীতের মেঘের শীতল বৃষ্টিতে;
আজও ইচ্ছে গুলো কাগজের নৌকায় চড়ে চাই ভাসতে।
হঠাৎ রংবেরঙের রামধনু ভিড় করে এই মনের আকাশেতে,
যার নীচে এক জোড়া লাল গোলাপ চেয়েছিল জন্মাতে!
প্রণয়ের বারিধারা আর চারটি চোখের মিলিত উত্তাপে-
চারাগাছ দুটিতে সৃষ্টি হলো এক প্রাণশক্তির তরঙ্গের ধারা,
যত্নের ভালোবাসা তাদের দিতে থাকে সুদৃঢ় পাহাড়া।
কিন্তু সময়ের চোরা স্রোতে দিক ভ্রষ্ট হয়ে যায় প্রহরীরা!
গোলাপ প্রস্ফুটিত হওয়ার আগেই ওপারের ডাকে দিতে হয় সাড়া,
হায় রে কালো স্মৃতির মেঘ-তুই কি কিছুই দিস না দুঃখ ছাড়া?