পথ ঠিক তাঁর বাঁক খুঁজে নেবে
তোমার উষ্ণতার অপেক্ষায় !!
কাদামাটি ও প্রস্তুত হয়ে বসে
ছাপ রেখে যাবে কাদায় কাদায় !!


সেই রক্তের শুদ্ধতা তোমার জিম্মায়
যে রক্ত হাসে অন্য রক্ত দেখে !!
কর্কশ শরীরে প্রেমের বাঁশি
এ পুরুষ ভালো আছে তোমায় মেখে !!


সমুদ্রতটে বসে মুগ্ধতা পাওয়া নয়
এ নারী গভীরের অমানুষ চেনে !!
কালবৈশাখী যে কালো মেঘে ফেরে
সেই দুর্যোগ ও দাম দিয়ে কেনে !!


কলঙ্ক যে কূলে শান্তির শ্বাস ফেলে  
তাঁর বৈধতাও লুটিয়ে পরে চরণে !!
পাতায় পাতায় বৃক্ষ যতই শোভিত হোক
বাঁচার কারণ লুকিয়ে আছে শিকড়ে !!


আমি লক্ষ্য তারার কথা শুনেছি ..
সুদূর গগনে যারা একাকার হয়ে আছে !!
শুধু একটির ছোঁয়া, তোমায় দিতে পারে মধু
আগামী তাই ভরসা রেখে বাঁচে !!


যেই পরাজয়, আসলে শিখিয়ে দেয় কিছু
চিরশত্রু কে লহমায় দেয় মিলিয়ে !!
সেই যুদ্ধে হেরে যাওয়ার লোভ জন্মেছে
পুরুষ কৃতজ্ঞ তোমাতে আজ, তুমি মেয়ে !!