মুখের কুঁচকে যাওয়া চামড়ায় পড়েছে
অসংখ্য বলি রেখা...
বলি রেখার অলি-গলি পাকস্থলি আলো-আধাঁরির
বুক চিরে বয়ে চলে কত গল্প...
ঘোলাটে চোখের দৃষ্টিতে মুক্তির অপেক্ষা...
বিয়ে,বউ,সন্তান,উদ্দীপনার ঘুর্ণী...
এদিকে ,বয়স,শরীর,মন সব কিছুর জটিল রসায়নে
আর সম্পর্কের টোনাটূনি খেলায় জীবনের সেই অংশে
প্রবেশ করা যেখানে নিজেই নিজের স বিরোধী বৈষম্য...
ভাবছি,যখন শরীরে শক্তি ফুরাবে,শির শির করা সুখ
বাসা বাধবে অন্য শরীরে,
তখনো কি আমি পুরুষ রইবো?
ভালো লাগবে কি অল্প বয়সি মেয়ে,
তার লাজুক হাসি ,
অবাক লাগে,অপরিচিত মনে হয় নিজেকে,নিজের মাঝে,
অনকোরা চরিত্রের মধ্যেই সম্ভবত লুকিয়ে আছে অজন্মের মুক্তি...
আপনার চেনা গল্পের সাথে মিলছে না,তাই তো ,কিন্তু জীবনের কেচ্ছা
ও মুক্ত থাকার গল্পটা এমনি...
সমাজের দৃষ্টিকোণ থেকে স্পষ্টতই আমি সামাজিক ও পারিবারিক ভাবে
পুরুষিক শক্তি বিক্রেতা বা সমাজের অন্তরালে যৌনকর্মী...