এই তো সেই দিন শিখলাম,
কিভাবে খেতে হবে,
হাটতে চলতে হবে,
কথা কিভাবে আওড়াতে হবে,
বাড়ি বা মায়ের আঁচল সেটাই তো শেখায়,
মানুষের মানুষ হবার আধার তৈরী করে দেয়...
এদিকে, যখন ছেলে মানুষ হলাম,
শহুরে বাতাস ভেংগে তখন নতুন কাঠামো দিলো...
বুঝলাম ,কষ্ট বলতে ক্ষুধা,ইচ্ছে বলতে সেক্স...
ভয় বলতে অনাকাংখিত মৃত্যু...
আর পথ তৈরী করে দেয়,
পাড়ার মোড়ের সাথে,পাশের বাড়িটার সাথে,
আপনার সাথে আমার সম্পর্ক ,যোগাযোগ বন্ধন
গড়ে দেয় ঘরের নারীটি...
অভ্যাসের মত ,ব্রীজের মত
প্রতি ক্ষণে ক্ষণে সাথে মিশে থাকে ...
আবার একটা সময় অভ্যাস পাল্টাতে হয়,
নাহলে বদঅভ্যাসের রুপ নেয়...
তাই তো পুরুষ দীচারণ গোপনে পুষে রাখে...
কারণ নারীর অর্গাজমটায় তো মানুষিক...
আসল কথাটা হল নারী ও পুরুষের মুল গঠন
টায় আলাদা...
তোমারে ভেংগে আবার নিজ হাতে গড়তে চাই...
তাই দাগ কাটতে চাই তোমার ভাবনায় নারী ...