আমি চেতনা ধারী, চেতনা খুঁজি সবে,
অশান্ত মন শান্ত হবে ,চেতনা পেলেই তবে।
চেতনা খুঁজি রাস্তা ঘাটে , খুঁজি খেলার মাঠে,
চেতনা চেতনা করেই যে দিন আমার কাটে।
খেলার মাঠে কে কোন দল, প্রিয় করে রাখে,
চেতনা আমার সব চেন্তা সেখানেতেই মাখে।
পাকিস্তান করলে রাজাকার হোকনা শুধু খেলায়,
ভারত করলে দেশ প্রেমি যদিও লাশ ঝুলায়।
স্বাধীনতার যুদ্ধে ভারত বাড়িয়েছে বন্ধুর হাত,
আজো তাদের আছে সেই বন্ধুত্ত্বের বাত।
তাই বলে কি খেলাতেও করবো তাদের দল?
তাহলে স্বাধীন আমরা কেমনে হলাম বল?
তবু ও যে বলবো আমি খেলা শুধুই খেলা,
এখানে কর না কোনো মুর্খ চেতনার মেলা।