মায়ের চেয়ে বন্ধু , নাই যে জগৎ মাঝে।
মা ই যে আমার সব , সকাল দুপুর সাঝে।
মা যে আমার নয়ন মনি,  মনের মাঝে আলো,
তার মুখ দেখলে পরে, দুঃখ হয়ে যায় ভালো।
জগৎ মাঝে মা ছাড়া বেঁচে আছে ভাই যে,
কষ্ট কি যে ধরার মাঝে, জানে শুধু সে।
তাইতো বলি মাকে ভাই,করো না অবহেলা,
তা না হলে কেঁদেকেঁদে, কাটাবে তব বেলা।
এজগতে মা ছাড়া, আপন যে কেহ নাই,
মায়ের মনে কষ্ট কেহ দিওনা তোমরা ভাই।