চেয়ার তোমার হবে বেয়ার
আজ নয়তো কাল,
পাওয়ার নয় চিরস্থায়ী
দিয়ো নাকো ফাল।।


মানুষকে মানুষ বলে
দাম দিয়ো ভাই তুমি,
তবেই তোমার নামটি রবে
পূণ্য হবে ভূমি।।


ছোট-বড়, ধনী-গরীব
সৃষ্টি করেন রব,
নইলে ভুবন ধ্বংস হতো
করো কেন গরব।।


চেয়ার নিয়ে কেয়ার করো
দাম দাওনা কাউকে,
যাচ্ছে সময়, বলছে তোমায়
শুধরে নাও নিজকে।।


জন্ম যখন নিয়েছিলে
কেমন তখন ছিলে?
কেবা তোমায় করলো বড়?
জ্ঞান দিলো কে দিলে?


স্মরণ করো রবকে তোমার
স্মরণ করো মরণ,
তিনিই বানান ধনী-গরীব
করতে হবে বরণ।।


আজকে তুমি ধনী আছ
কালকে হবে গরীব,
ইতিহাস ঘেঁটে দেখো
করতে পারো জরিপ।।


চেয়ার নয়কো চিরস্থায়ী
চেয়ার বদল হবে,
দাম দিবে না তোমায় তখন
পাওয়ার যাবে যবে।।