লিখতে বসেছে কবি
একটি কবিতা
হচ্ছে কি তা?
মাথায় চিন্তা অাজগুবি
ভাবনা যা তা।
মনে পড়ে চটকরে
একটি  মিষ্টি মুখ
পথের ধারে।
দাড়িয়ে ছিল পথ চেয়ে।।
কার অাশায়, কে তুমি দাড়ায়ে?
সন্ধ্যা নেমেছে কখন
রাত্রি অাসে ঘনায়ে।
প্রশ্নের পর প্রশ্ন করেছিল কবি
উত্তর আসেনি
চোখে মুখে ক্লান্তির ছায়া।
হঠাত খেয়াল করেছিল কবি
এতো তার সেই প্রিয়তমা।
যার ছিলনা কোনো উপমা।
যাকে হারিয়ে ফেলেছিল কবি
বহু বছর আগে,
রাগে অনুরাগে।
ছুটে যায় ভাব
করে অনুতাপ
এখন কি হবে?
কিভাবে লিখবে কবি?
যাই হোক, এ যে তার নিত্য দিনের হবি।