মানব হয়ে জন্ম নিয়ে
বসে কেন আছি,
কাকাতুয়া না হয়ে ভাই
হতে হবে মৌমাছি।।


হতে হবে কাজের কাজী
হতে হবে পিপীলিকা,
অালসেমিতে সময় গেলে
হবে না অট্টালিকা।


মানব হয়ে জন্ম নিয়ে
মানব জাতির তরে,
কর্ম করে যেতে হবে
সাহসী অন্তরে।।


হয়েছ তুমি সৃষ্টির সেরা
ভুলে যেওনা কভু,
অনেক কিছুই আছে বড়সড়
সৃষ্টি করেছেন প্রৃভু।


মানব হয়ে জন্ম নিয়ে
কর নাকো ভুল,
হতে হবে তোমায় জেনো
শিমুল বকুল।


অনেকরকম মারণাস্ত্র
তৈরী করেছ তুমি,
মারবে কাকে? বলো তবে
ধ্বংস হবে ভূমি।


ইরাক-ইরান-লিবিয়া-সিরিয়া
দেখছে মানব, দুচোখ হেরিয়া
মরছে মানব, মারছে মানব
একি আজব! একি আজব!


শিশু-যুবা-বৃদ্ধ-বৃদ্ধা
না পেয়ে শতশ্রদ্ধা
মরছে লাখেলাখে,
হতে পারো শ্রেষ্ঠ তুমি
খত দিতে হবে নাকে।।


হায়রে মানব, আজকে দানব
হয়ে গেছ অঙ্গার,
দানব তবে লজ্জা পাবে
দেখে সব কারবার।।


ভালোবাসার তাজমহল অাজ
নতুন করে গড়,
তাহলে তুমি শান্তি পাবে
তবেই হবে বড়।