ফুলে ছাওয়া ২১ আমার
ফুলে ছাওয়া মিনার,
মায়ের ভাষা কেড়ে 'পাকি'
হয়ে গেছে ঘৃণার।
রফিক, জব্বার অারও যারা
দিয়ে গেছে প্রাণ,
মায়ের ভাষা ছিনিয়ে এনে
হয়ে গেছে অম্লান।
খালি পায়ে ফুলেল হাতে
প্রভাত ফেরির গান,
শিক্ষা দেয় রেখে যেতে
বাংলা মায়ের মান।
২১ অামার ভাষা দিবস
সকল ভাষীর সনে,
২১ অামার লেখার খাতা
ভাবী যাহা মনে মনে।
২১ শেখায় অপরের মান
কথার স্বাধীনতা,
২১ শেখায় জেনে নিতে
পরের মন: ব্যাথা।
২১ অামার রক্তস্নাত
প্রতিবাদমূখর দিন,
এই চেতনায় ২১ অামার
রবে চির অমলিন।।