আমাকে তুমি ভালোবাসি বলার পর _
এই সুর্যকে গুনে গুনে পৃথিবী প্রদক্ষিন করেছে বার বার।
বার বছর আগের এই দিনে,যে মানবীর
উদর ভেদ করে এসেছিল কোন মানব শিশু
আজ সে নিজের পায়ে হাটতে শিখেছে।
আমাকে ভালোবাসি বলার পর_
পৃথিবীর মানচিত্রে যোগ হয়েছে আরো ১২টি দেশ।
কালের বিবর্তনে হারিয়ে গেছে
আমার প্রিয় ইছামতি নদী,
প্যালেস্টাইন এর বুক ঝাঝরা করে একের পর এক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে চলেছে ইসরাইল,
ভোটের অধিকারের দাবীতে রাস্তায় নামা যে কিশোর আজ অন্ধকারাগারে বন্দী অথচ তাকে দেয়ার কথা ছিল একটা সত্য সুন্দর জীবন,
এই বারবছরে কত কিছু বদলেছে,
তোমার হাতে আমার দেয়া কাগজের বানানো আংটিটা কেড়ে নিয়েছে হীরের আংটি,
তুমি হয়েছো অন্যের ঘরের ঘরনী।।


অথচ আমার কাছে রয়ে গেছে_
তোমার দেয়া শেষ কথাটি,'ভালোবাসি'!!


#স্থান:ভবের হাঁটের শেষ জংশন
সময়-রাত ২.৪৫ মিনিট