ওরা জানে, তুমি নেই
তুমি নাকি চলে গেছো। ।
কিন্তু আমি জানি, তুমি আছো
আছো,আমার কবিতার প্রতিটি শব্দে
তুমি ছিলে,আছো,থাকবে
আমার কবিতার মৃত ছন্দ হয়ে।
তোমার না কবিতা অপছন্দ?
তাহলে আমার কবিতায় কি করো?
কেনই এভাবে মিশে থাকো?
কবিতার বাক্যে ছন্দহীনা,
সাদা-কালো ছবি আঁকো।