এই নষ্ট সমাজে তবুও কেউ কেউ স্বপ্ন দেখে।
আধমরা মূল্যবোধকে বাঁচিয়ে তুলতে তবুও কেউ কেউ হাসফাস করে মরে।
অন্ধকার কানাগলিতে কেউ কেউ মশাল জ্বালিয়ে প্রতীক্ষায় থাকে বিপ্লবের।
দুর্নীতির সাম্রাজ্যে কেউ কেউ আছে যারা নীতির বেলুন উড়ায়।
কেউ কেউ এখনো আছে যারা প্ল্যাকার্ড হাতে ধর্ষকের বিচার চায়।
কেউ তো আছে যারা ঘুরে বেড়ায় মানুষে মানুষে রক্ত সংগ্রহে।
কেউ তো আছে যারা কনডম বিতরণ করে রাতপরীদের মাঝে।
কেউ কেউ আছেন যারা শিক্ষকতা করেন, কেউ শিক্ষক পদে চাকুরী করে।
কেউ কেউ আবেগ নিয়ে লড়াই, কেউ বা আবেগকে নিয়ে ব্যাবসা করে।
আবেগ আজ বিপন্ন, সংস্কৃতি আজ পঙ্গু।
তবুও তো কেউ কেউ বুকের ভিতর ডানা ঝাপটানোর আওয়াজ পায়।