ভেসে যায় জোৎস্নায় এই শহর ঢাকা,
ভেসে যায় রাজধানী, রাজার তাজমহল,
ভেসে যায় গোলপাতারর ঘর,
পড়ে থাকে ঘরে রাতের আদর।


রাতপরীরা ভেসে যায় এই আলোয়,
ভেসে যায় তার চোখের নরম জল,
ভেসে যায় রাজধানী, রাজার তাজমহল।


ভেসে যায় আঙুলের ফাঁকের ধোঁয়া,
ভেসে যায় তার দুটি চোখের কাজল,
ভেসে যায় রাজধানী, রাজার তাজমহল।


ভেসে যায় জোৎস্নায় গ্রামের হাট,
ভাসে না এ শহরের শপিং মল,
জোৎস্নায় ভাসেনা সব শহর, সব মহল।