সূর্যের নীচে কতো কিছুই ঘটে চলেছে,
মানুষ কী তা মনে রাখছে?


সূর্যের নীচে কতো অন্যায় ঘটে চলেছে,
মানুষ কী তার বিচার পাচ্ছে?


সূর্যের নীচে কতো অপমান ঘটে চলেছে,
মানুষ কী তা ভুলে যাচ্ছে?


ধর্মের নামে কতো অধর্ম ঘটে চলেছে,
ঈশ্বর কী তা দেখতে পাচ্ছে?


চাঁদের নীচে কতো কিছু ঘটে চলেছে,
রাত কী তা মনে রাখছে?


রাজনীতির নীচে দুর্নীতি বেশ চলছে,
গণতন্ত্রের চোখে ছানি পড়েছে?


যা কিছু সব মানুষইতো করছে,
তবে কেন সিস্টেমের দোষ দিচ্ছে?


বদলে যাও মানুষ, বদলে যাবে সিস্টেম,
রাজনীতি ভুলে দলে দলে করো প্রেম।