দগ্ধতার নগরে আমি তুমি মূল্যহীন লাশ,
কখনো আমায় তুমি পাবে পানির তলে,
রাস্তার ধারে আবার কখনো আগুনে পুড়ে যাওয়া ছাই এর ভিড়ে,
একবার, দুবার, তিনবার প্রতিবার আমরা মরি,
প্রতিবার স্রোতে গা ভাসিয়ে ওরা বলে ওঠে "চলো বদলাই"
তারপর মাস যায়, বছর যায়,
পুরনো রাক্ষস রয়ে যায় অবলীলায়।
নতুন দিন আসে,
নতুন ভোর, নতুন ঘটনা,
নতুন কাপড়ে মোড়ানো নামহীন অজ্ঞাতনামা লাশের স্তুপ।
আমাদের কপালে ওরা জুড়ে দেয় টাকার অঙ্ক,
দামাদামি হয় লাশ কেনার হাঁটে,
নাক নেই, কান নেই, চোখ নেই ওরা বাদ,
টাটকা ঝকঝকে লাশেদের তোলা হয় মৃতের লিস্টে,
হায়েনার হাসি হাসে শয়তান,
মৃত নগরের কোলে তবুও ওরা আসে,
দূর হতে, পরিযায়ী পাখির মতো,
তোমরা ওদের দিয়েছো মৃত্যু,
এ শহর বাঁচতে ভুলে গেছে,
ভুলে গেছে জীবন্ত আত্মার ঘ্রাণ নিতে,
মৃত নগরের কোলে তবুও ওরা আসে,
দূর হতে, পরিযায়ী পাখির মতো,
তোমরা ওদের দিয়েছো মৃত্যু।