হচ্ছে না এক কণা শিশির বিন্দু হয়ে রোদের সাথে মিলিয়ে যাওয়া,
হচ্ছে না কুয়াশার চাদর জড়িয়ে নদীর কোলে ঢেউ খাওয়া,
হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না।
এই শহর, নগর আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে সময়ের কাটা।


হচ্ছে না মেঘ কালো করে আসা বৃষ্টির সাথে দৈহিক মিলন,
হচ্ছে না কাশফুল সেজে বাতাসে উড়ে বেড়ানো,
হচ্ছে না কবিতা লেখা,
পা দু'টোতে ভর করে সবুজের কোলে দু'পা হাঁটা,
হচ্ছে না পাহাড়ের চূড়ায় বসে বাতাসের সাথে কথা বলা,
হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না।
এই শহর, নগর আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে সময়ের কাটা।


হচ্ছে না সমুদ্রের ঢেউকে বলা "আসো ভাসিয়ে নাও গভীরে"।
হচ্ছে না দু' দন্ড শুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়া।
হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না।
এই শহর, নগর আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে সময়ের কাটা।


হচ্ছে না হৃদয় শান্ত করে সন্ধ্যায় মেঘের রঙ খোঁজা,
হচ্ছে না এক আকাশ ঘুম নিয়ে তোমার কোলে মাথা রাখা,
হচ্ছে না এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে তোমাকে দেখা।
হচ্ছে জীবনের শুধায় ডুব দেওয়া।
হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না।
এই শহর, নগর অষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে সময়ের কাটা।