আবার যদি জন্ম নেই এই ধরিত্রীর কোলে
আমি তোমায় চাইবো আপন করে,
দিনের আলোর মতো পরিষ্কার,
জ্যোৎস্নার মতো স্পষ্ট প্রেম চাইবো,
ভীরু ছিলাম আগের জনমে,
ব্যস্ততাময় অপরাহ্ণে পিছু ফেলে এসেছিলাম প্রতিশ্রুতি,
এবার আমি শক্তি নিয়ে দাঁড়াব,
এবারের বিকাল হবে শান্ত, যেখানে তুমি থাকবে আমি থাকবো।
মানুষ, কোলাহল কিছু মানি না,
ধর্ম নামক শব্দের বাঁধা বধ করে তোমায় চাইবো,
পরের জন্মে তুমি শাড়ি পড়বে কি!
লাল টুকুটুকে বউ সেজে এসেছিলে যেভাবে ঠিক সেরকম করে?
আকাশ যেভাবে মুখ দেখিয়ে থাকে সর্বদা তুমিও থেকো,
পরের জন্মে শরীর চাইবো না, চুমু চাইবো না,
চাইবো তোমার খোলা চুল,
নদীর ঢেউয়ের মতো ঘুড়ির মতো উড়ন্ত তোমার চুল
যার মাঝ দিয়ে চলে গেছে সিঁথি নামক একটা চর,
আমি তার রঙ পাল্টে দেবো সিঁদুরে।
পরের জন্মে তুমি আমার হয়ে এসো,
তোমায় নিয়ে ঘুরে বেড়াবো জগৎ মহাকাল,
রৌদ্র মাথায় নিয়ে হাঁটব, বৃষ্টি ঝড়ের রাতে ভিজাবো তনু,
মানবো না আর বাঁধা,
যে বাঁধা তোমায় আমায় দূরে ঠেলে দেয়,
যে পরিচয় তোমায় আমায় আলাদা করে ধিক্কার তাকে,
ছুঁড়ে ফেলবো সব পড়ে জন্মে।
পরের জন্মে তুমি আমার হয়ে এসো।