সুখের সাথে দুঃখের,
ভালোবাসার সাথে হিংস্রতার,
মানুষের সাথে অমানুষের,
তোমার সাথে চলছে আমার যুদ্ধ।
বোম আসে, ধ্বসে যায় মানবিকতা,
ক্ষুধার হাতে অর্থের শেকল,
নিম্ন থেকে নিম্নতর মনুষ্যত্ব।


এই যে সকালের আকাশ লাল,
কান্নার ধ্বনিতে মাতোয়ারা চারপাশ,
আমি জানি তুমি দেখছো,
আমি জানি তুমি শুনছো,
রক্ততে ধর্মের ছায়া নেই,
গায়ে নেই বর্ণবাদের দাগ,
ভেদাভেদ নামক দেয়ালের ইট জুড়ে মৃত সত্তার নাম,
আমি লিখতে চাই শত সহস্র লাইন,
রক্তের বর্ণনায় ভেসে যাক খবরের কাগজ,
আলো আর আলোর জন্য মরিয়া আমি, তুমি, আমরা সবাই।


প্রদীপ জ্বালিয়ে দেখেছি মৃত ব্যক্তিদের অভিব্যক্তি,
আচ্ছা ওরা কি কিছু বলতে চেয়েছিলো?
ওরা কি চেয়েছিলো স্বাধীনতা নামক অবাধ নিঃশ্বাস?
ওদের চোখ নেই, হাত নেই, পা এ নেই অসুরের মতো বল,
তবুও ওরা কি বলতে চেয়েছিলো এই ভঙ্গুর শহরের তরে?
শকুনেরা ডানায় করে এনেছিলো ধ্বংসপাত,
এক,দুই,তিন লাশের উপর লাশ,
দেহের উপর দেহ,
আমি জানি তোমরা দেখছো,
আমি জানি তোমরা শুনছো,
আমি লিখতে চাই শত সহস্র লাইন,
রক্তের বর্ণনায় ভেসে যাক খবরের কাগজ,
আলো আর আলোর জন্য মরিয়া আমি, তুমি, আমরা সবাই।